১২ ফুট লম্বা অজগর!!
অনলাইন প্রতিনিধি :-বড় আকারের অজগর উদ্ধার কমলপুরের সীমান্ত গ্রাম মোহনপুর মুসলিম পাড়া এলাকায়।ঘটনা শনিবার সকালে। সীমান্ত রক্ষী বাহিনীর ধলাই বি ও পি’র অন্তর্গত ২ নং সীমান্ত গেট এর পাশে।সকালে বাহিনীর জওয়ান এবং এলাকাবাসী অজগর সাপ দেখতে পেয়ে সেটিকে আটক করে। পরে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে।