কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক!!
অনলাইন প্রতিনিধি :-সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের সংজ্ঞা পাল্টে গেছে। পোস্টার, দেওয়াল লিখন ইত্যাদির মাধ্যমে দলের প্রচার এখন অতীত।বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারে যাচ্ছে।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে তাদের সোশ্যাল মিডিয়া সেলকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে শনিবার কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পাশাপাশি সরকারের বিভিন্ন দুর্বলতা, দুর্নীতি ইত্যাদি জনগণের সামনে তুলে ধরা নিয়ে বৈঠকে আলোচনা হয়।