পৃথিবীতে ফিরে এল চন্দ্রযান-৩ এর অংশ!!

 পৃথিবীতে ফিরে এল চন্দ্রযান-৩ এর অংশ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চন্দ্রযান ৩ সম্পর্কে আবার নতুন তথ্য সামনে এল।ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের ১২৪ দিনের মধ্যে চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণযান এলভিএমও- এম-৪ রকেটের একটি অংশ ফিরে এসেছে পৃথিবীর বায়ুমণ্ডলে।সেটি আছড়ে পড়েছে আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরের উত্তরাংশে।১৪ জুলাই চন্দ্রযান ৩-এর যখন সফল উৎক্ষেপণ হয়, তখন সেটি এই রকেটের পিঠে চড়েই পাড়ি দিয়েছিল মহাকাশে।পৃথিবী থেকে ৩৬ হাজার কিমি দূরে গিয়ে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান ৩-কে স্থাপন করে রকেটের ক্রায়োজেনিক অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মূল যানটি থেকে।সেই অংশই মহাকাশে এদিক-ওদিক ঘুরতে ঘুরতে শুক্রবার রাতে ঢুকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে।তারপরই তীব্র গতিতে ছুটে আসতে থাকে ভূপৃষ্ঠের দিকে।প্রথম এর উপস্থিতি ধরা পড়ে উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের র‍্যাডারে। তারা ইসরোর সঙ্গে যোগাযোগ করে পৃথিবীর দিকে ধেয়ে আসা বস্তুটি যে এলভিএম-৩ এম-৪ রকেটেরই অংশ,সে-সম্পর্কে নিশ্চিত হয়।’এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সামনে আনে ইসরো। জানানো হয়েছে, পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে আসতে এ ধরনের কোনও বস্তুর ১২৪ দিন সময় লাগে।এলভিএম-৩ এম-৪ লঞ্চারের সঙ্গেও তেমনটিই ঘটেছে।পৃথিবীতে ফিরে আসার সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে,সেজন্য এটিকে মহাকাশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল।ফুরিয়ে গিয়েছিল এর সমস্ত জ্বালানিও।এসবই করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জ এবং আইএডিসি-র মহাকাশ আবর্জনা প্রশমন নীতি মেনেই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.