নবীন বরণ অনুষ্ঠান!!
অনলাইন প্রতিনিধি :-ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা।নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।সুস্থ, নেশামুক্ত ও সফল জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়ে সম্পন্ন হয় কলেজের নবীন বরণ উৎসব।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কলেজের বিমল সিনহা স্মৃতি ভবনে এবছর ভর্তি হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তিত্ব অরূপ চৌধুরী, কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা ।