বিধ্বংসী আগুনে পুড়লো বাজার!!
অনলাইন প্রতিনিধি :-সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুনে উদয়পুর চক বাজারের ১৮ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জলে এবং অন্যান্য কারণে ব্যাপক ক্ষতি গ্রস্ত হয়েছে বাজারের আরও ১৭ ট দোকান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই বিধ্বংসী আগুনে পথে বসলো প্রায় চল্লিশ জনের মতো ব্যবসায়ী ও তাদের পরিবার।রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়েছে আগরতলা বটতলা বাজারের একাংশ। ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার উপরে। এরই মধ্যে উদয়পুর চক বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর রাতেই ঘটনাস্হলে আসেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান। মঙ্গলবার সকালে মহকুমা শাসক ও প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেন। ক্ষতি গ্রস্ত বাজার পরিদর্শন করেন শাসক দলের নেতারাও।