সংবিধান রচয়িতার প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি!!
অনলাইন প্রতিনিধি :-আজ ৬ ডিসেম্বর, ভারতবর্ষের সংবিধান রচয়িতা তথা ভারতরত্ন ড: বি আর আম্বেদকরের ৬৮ তম প্রয়ান দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল এ দিনটি।
বুধবার ত্রিপুরা সরকারের তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগরতলা রাজবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ড: বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা।