জমি বিবাদে রক্তাক্ত ১৯!!
দৈনিক সংবাদ অনলাইন।। জমি সংক্রান্ত বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম দুই পক্ষের ১৯ জন। ঘটনা শনিবার উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত এলাকার আব্দুল মালিক ও জয়নুল মিয়ার বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হলেও মানতে নারাজ উভয়পক্ষ। জানা গেছে, গত চার মাস পূর্বে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মধ্যস্থতায় সীমানা নির্ধারণ করা হয়।
কিছুদিন সব ঠিক থাক থাকলেও শনিবার দুপুর দুটো নাগাদ আব্দুল মালিকের সীমানায় থাকা একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া কে কেন্দ্র করে ঘটে যায় ধুন্ধুমার কান্ড। এতে উভয় পক্ষ ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করলে গুরুতর আহত হয় উভয়পক্ষের ১৯ জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য রেফার করে ধর্মনগর জেলা হাসপাতালে। অপর ৯ জন চিকিৎসাধীন কদমতলা সামাজিক হাসপাতালে। ঘটনার খবর পেয়ে অকুস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ। দাবি উঠছে সুষ্ঠু তদন্তের। দুই পক্ষই অভিযোগ পাল্টা অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে। এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।