শিক্ষা ব্যবস্থার মান অনেক উন্নয়ন হয়েছে: রাজীব!!
অনলাইন প্রতিনিধি :- শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস করছে শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এনসিইআরটি’র গাইডলাইন মেনে শিক্ষার মান অনেক উন্নয়ন করেছে। এই শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দিতে সদা সচেষ্ট রয়েছে শিক্ষা দপ্তর।
শুক্রবার রাজধানী আগরতলার জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলি বললেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।