এই প্রথম ভারতীয় ভাষা দিবস উদযাপন!!
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সিদ্ধান্তক্রমে এই প্রথম ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হবে আগামী ১১ ডিসেম্বর।এরপর থেকে প্রতি বছরই ১১ডিসেম্বর দিনটিকে ভারতীয় ভাষা দিবস হিসেবে পালন করা হবে।বৈচিত্রের মধ্যে ঐক্য’- এই ভাবধারাকে সামনে রেখে ভারতীয় ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার।তিনি আরও জানান, ভারতীয় ভাষা দিবস হিসেবে ১১ ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়ার পেছনে যে বিশেষ কারণ রয়েছে তা হল,১১ ডিসেম্বর একজন বিশিষ্ট তামিল লেখক ও সাংবাদিক তথা ভারতের স্বাধীনতা কর্মী,সমাজ সমাজসংস্কারক এবং বহুভাষী সুব্রামানিয়াভারতীর জন্মদিন।কথিত আছে যে তিনি ৩টি বিদেশি ভাষা সহ মোট ৩২ টি ভাষায় পারদর্শী ছিলেন।তাই উনার জন্মদিনকে সামনে রেখেই এই দিনটিকে ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য,আগামী ১১ই ডিসেম্বর এই ভারতীয় ভাষা দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে।অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।এছাড়াও জেলাস্তরেও বিভিন্ন ভাষাভাষীর ছাত্র-ছাত্রী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।