হায়দ্রাবাদে ১৩ দাবা,সাফল্য কুড়িয়ে ফিরছে অর্সিয়া!!

 হায়দ্রাবাদে ১৩ দাবা,সাফল্য কুড়িয়ে ফিরছে অর্সিয়া!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হায়দ্রাবাদে ৪-১০ ডিসেম্বর ছত্রিশতম অনূর্ধ্ব তেরো জাতীয় দাবা প্রতিযোগিতায় অনবদ্য সাফল্য কুড়িয়েই ঘরে ফিরছে অর্সিয়া দাস।এগারো রাউণ্ডের প্রতিযোগিতায় অপরাজিত থেকে সাড়ে আট পয়েন্ট অর্জন করে সে।সুবাদে প্রতিযোগিতায় পঞ্চম স্থান দখল করে অর্সিয়া।আজ এগারোতম তথা চূড়ান্ত রাউণ্ডের খেলায় অর্সিয়া অন্ধ্রপ্রদেশের অমুজা গাংটুগ্রাকে হারিয়ে আসর শেষ করে।তবে এবারের রেজাল্টে অর্সিয়া নাকি খুশি নয়। তার কথায় বেশ কয়েকটি জেতা ম্যাচ ড্র হওয়ায় কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারিনি।প্রতিযোগিতায় অর্সিয়া যাদের বিরুদ্ধে জয়লাভ করেছে এরা হলো শ্রেয়া হিপ্পারাগি,মনমাথি শ্রী,কল্যাণী সিরিন,অক্ষয়া সাথী ও অমুজা গাংটুগ্রা।এই প্রতিােগিতায় সারা দেশ থেকে মোট দুশোর উপর খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে পঞ্চম র‍্যাংক লাভ করে অর্সিয়া।উল্লেখ্য,গত মাসেই অর্সিয়া পূর্বোত্তরের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে ডব্লিওসিএম খেতাব জিতেছিল।এদিকে, হায়দ্রাবাদে অনূর্ধ্ব তেরো টুর্নামেন্টে সাফল্য পাওয়ার পর এবার অর্সিয়ার পরবর্তী টার্গেট মহারাষ্ট্রে আয়োজিত জাতীয় সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। যাতে অর্সিয়া রাজ্যের প্রতিনিধিত্ব করবে। এই টুর্নামেন্টটি তার জন্য নাকি খুবই গুরুত্বপূর্ণ।আগামী পঁচিশ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্টটি শুরু হবে।চলবে চার জানুয়ারী পর্যন্ত।এদিকে, বিভিন্ন টুর্নামেন্টে রাজ্যের প্রতিনিধিত্ব করে চমৎকার সাফল্য কুড়িয়ে আনলেও আর্থিক সমস্যায়ও পড়তে হচ্ছে তাকে।তাই অর্সিয়া চাইছে রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ, সংগঠন, প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন স্পনসরার হিসাবে তার দিকে বন্ধুর হাত বাড়িয়ে দেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.