মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডঃ মোহন যাদব!!
অনলাইন প্রতিনিধি :-অবশেষে যাবতীয় জল্পনার অবসান হলো। গোটা দেশকে চমকে দিয়ে মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ডঃ মোহন যাদবের নাম ঘোষণা করল বিজেপি। সোমবার মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম প্রকাশ করা হয়। উজ্জয়িন দক্ষিণ বিধানসভা থেকে নির্বাচিত হন বিজেপির মোহন যাদব। এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০১৩ সালে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন ডঃমোহন যাদব। তখন থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ২০১৮ সালেও তিনি বিধায়ক নির্বাচত হন। পরপর তিনবার জয়ের পর এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসছেন মোহন যাদব।মোদী মন্ত্রিসভার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর হচ্ছেন মধ্যপ্রদেশের স্পিকার, মুখ্যমন্ত্রী মোহন যাদবের ডেপুটি হচ্ছেন দুজন!!সেইসাথে মধ্যপ্রদেশে শেষ শিবরাজ সিং চৌহান জমানা। বিজেপি বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরলেও পদ্ম শিবিরের গত তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজ আর সিংহাসনে আর ফিরলেন না। অমিত শাহ-জেপি নাড্ডা-রা মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন উজ্জিয়নী দক্ষিণের বিধায়ক মোহন যাদব কে। যদিও নয়া মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোষ্ঠীর। শিবরাজ মন্ত্রিসভায় ড.যাদব ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলো রেওয়া-র বিধায়ক রাজেন্দ্র শুক্লা ও মালহার গড়ের আটবারের বিধায়ক জগদীশ দেবড়া-কে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে মধ্যপ্রদেশ বিধানসভার নতুন স্পিকারের দায়িত্ব দিল বিজেপ।প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ১৬৩টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস পায় মাত্র ৬৬টি।