রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা
ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দিল বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফেরা হল না বসুন্ধরা রাজের। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা। মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবার ভজনলালের নাম ঘোষণা করা হয়। এদিন বিধায়করা বৈঠকে বসেই ভজনলালের নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে। এবারই প্রথম বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন ভজন লাল।