রাজ্যে নয়া বিতর্কের সূত্রপাত!!
অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার অন্তর্গত ডিমাতলিতে একটি মসজিদ রয়েছে। সম্প্রতি হিন্দু সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন ওই মসজিদটিকে পূরাতন জগন্নাথ মন্দির বলে দাবি করছে। দুদিন আগে রাজনগর ডিমাতলিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্হিত রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই মসজিদের ছবি, যার নীচে লেখা রয়েছে পূরাতন জগন্নাথ মন্দির, তা তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সেটি গ্রহণও করেছেন। এই নিয়ে এখন জল ঘোলা হতে শুরু করেছে।অভিযোগ,ওই মসজিদে নাকি নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। তাই মসজিদের বাইরে পুলিশ পাহাড়া বসানো হয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিষ্ফোরক অভিযোগ তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।এই বিষয়ে তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।