আইপিএফটি ছেড়ে বিজেপিতে মঙ্গল

 আইপিএফটি ছেড়ে বিজেপিতে মঙ্গল
এই খবর শেয়ার করুন (Share this news)

আইপিএফটি দল ছেড়ে বিজেপি দলে আইপিএফটি দলের রাজ্য সম্পাদক মঙ্গল দেববর্মার যোগদানে রাজ্য রাজনীতিতে এক নতুন রসায়ন সৃষ্টি হল । সিমনা বিধানসভা কেন্দ্রটিতে আগামী নির্বাচনে তিপ্রা মথাকে টক্কর দিতে বিজেপি এবার শক্তিশালী হলো বলে অনেকেই মনে করছেন । শনিবার সিমনা বিধানসভার পঞ্চবটী এলাকার বৈরাগী পাড়া স্কুল মাঠে ৬২০ পরিবারের ১৯২৬ জন ভোটারকে সঙ্গে নিয়ে আইপিএফটি রাজ্য সম্পাদক মঙ্গল দেববর্মা বিজেপি দলের পতাকা হাতে নিলেন । আগামী দিনে আইপিএফটির অস্তিত্ব বিলীন হতে চলছে । এদিন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা , রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া , বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং রাজ্য শিক্ষামন্ত্রী রতন নাথের উপস্থিতিতে বিজেপি দলের পতাকা তুলে দেওয়া হয় মঙ্গল দেববর্মার হাতে । এ দিন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা তিপ্ৰা মথাকে একহাত নিলেন । তিনি বলেন , তিপ্রাসার নাম করে জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এমনকি তিপ্রা সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করারও পরোক্ষভাবে চেষ্টা করছে । তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না । কেননা রাজ্যের জনজাতি এবং বাঙালিদের উন্নয়নে একমাত্র বিজেপি সরকার কাজ করছে । এডিসি নির্বাচনে বিজেপির চূড়ান্ত সাফল্য না পাওয়ার পেছনেও পরোক্ষভাবে বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে তীব্র সমালোচনা করেন । তিনি বলেন , এডিসি নির্বাচনের সময় ফাইল বগলদাবা করে রাজপ্রাসাদের অন্দরে অনেকবার গিয়েছেন । তারপর মনের মতো না হওয়ায় ফিরে এলেন । কিন্তু তারপর থেকেই বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্দরে দ্বন্দ্ব শুরু করাতে আরম্ভ করলেন । শুধু তাই নয় এডিসি নির্বাচনে তিপ্ৰা মথা ক্ষমতায় আনতে পেছন থেকে সাহায্য করেছেন । এডিসিতে ক্ষমতায় তিপ্রা মথা থাকলেও সে গ্রেটার তিপ্রা ল্যাণ্ড ইস্যু নিয়ে এগোচ্ছে তা স্বপ্ন পূরণ হবে না । এ দিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , রাজ্য উপজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া এবং বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.