পিএম বিশ্বকর্মা, রাজ্যে এলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ধর্মেন্দ্র!!

 পিএম বিশ্বকর্মা, রাজ্যে এলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ধর্মেন্দ্র!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পিএম বিশ্বকর্মা স্কিম নিয়ে আলোচনাচক্রে যোগ দিতে রাজ্যে এলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ধর্মেন্দ্র প্রজাপতি।তার নেতৃত্বে শনিবার ভগৎ সিং যুব আবাসে পিএম বিশ্বকর্মা যোজনা নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের বৈঠক হবে।সকাল এগারোটায় ওই বৈঠক শুরু হবে।পিএম বিশ্বকর্মা স্কিমের বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হবে।তাতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যসহ শাসকদলের শীর্ষনেতৃত্ব যোগ দেবেন।আসন্ন লোকসভা নির্বাচনের আগে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন নিয়ে ব্যাপক পরিকল্পনা স্থির করেছে পদ্ম শিবির।এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী।তিনি গোটা উত্তর-পূর্বাঞ্চলে পিএম বিশ্বকর্মা স্কিমের বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব
ভট্টাচার্য জানান, ভারতজুড়ে
ঐতিহ্যবাহী কারিগর এবং
কারিগরদের শেষ থেকে শেষ
সামগ্রিক সহায়তা প্রদান করতে এবং পণ্যের গুণমান বৃদ্ধির পাশাপাশি তাদের প্রকৃত ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতেরো সেপ্টেম্বর পিএম বিশ্বকর্মা স্কিম চালু করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা একটি প্রয়াস।কারিগরদের উন্নতি করতে এই প্রকল্প আনা হয়েছে।তাদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহায়তার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী।কারিগর এবং কারিগররা হলো ভারতের অ-কৃষি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড,জীবিকা অর্জনের জন্য কারুশিল্প উৎপাদনে নিযুক্ত।ভারতে প্রায় সাত মিলিয়ন নৈপুণ্যের সাথে, হস্তশিল্প খাত ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং গ্রামীণ এলাকায় সমাজের দরিদ্র অংশের জন্য কর্মসংস্থানের উচ্চ সম্ভাবনা রয়েছে।এই স্কিমের উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকার কারিগরদের উন্নয়নের মূল স্রোতের সাথে সংযুক্ত করা।তাদের সুবিধা প্রদান করে স্বনির্ভর করা, স্বল্প সুদে সহজ ঋণ প্রদান, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং মার্কেটিং সাপোর্ট।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.