অযোধ্যা থেকে এসেছে কলস!!
অনলাইন প্রতিনিধি :-আগামী ২২শে জানুয়ারি ২০২৪ অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বার উদঘাটন হবে। তাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ব্যাপক আয়োজন ও নানা কর্মসূচি গ্রহণ করেছে পদ্ম শিবির। তারই অঙ্গ হিসাবে বিশ্ব হিন্দু পরিষদ প্রসাদ ও প্রচার পুস্তিকা নিয়ে আগামী ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাবে।
অযোধ্যা থেকে পিতলের কলসে করে এসেছে মাটি। সেই কলস রাজ্যের প্রতিটি জেলাতে পাঠানো হবে। রবিবার আগরতলা উমা মহেশ্বরী কালী মন্দিরে বিশেষ পুজো করে প্রত্যেকটা জেলায় কলস পাঠালো বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যের প্রতিটি জেলায়, প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবে।