কলকাতায় চলচ্চিত্র উৎসবে স্থান পেলো ত্রিপুরার ছবি!!

 কলকাতায় চলচ্চিত্র উৎসবে স্থান পেলো ত্রিপুরার ছবি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ত্রিপুরার বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পুজোর জামা’।
বাঙালিদের সর্ববৃহৎ উৎসব তথা দুর্গোৎসবকে কেন্দ্র করে তৈরি করা এই সিনেমা ইতিমধ্যে রাজ্যে ও বহি:রাজ্যের দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে।
দূর্গা পূজা মানেই নতুন জামা কেনার আনন্দ, আর সেই নতুন জামা পড়ে পুজোর দিনগুলোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো। কিন্তু সকলের পুজো আনন্দের হয় না। নিজের সম বয়সী বন্ধুদের যখন নতুন জামা, খেলার বন্দুক সবকিছুই কেনা হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ছোট্ট টুবাইয়ের নতুন জামা কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এই নিয়েই ছবির গল্প।
উল্লেখ্য, চলচ্চিত্র উৎসবের ৭৫ টি আন্তর্জাতিক অনু ছবির তালিকায় নির্বাচিত হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পুজোর জামা’। আগামী ১২ই জানুয়ারি কলকাতার এগারো স্পেস থিয়েটারে দেখানো হবে এই চলচ্চিত্র। ‘পুজোর জামা’-র পরিচালনা ও নির্দেশনা করেছেন ত্রিপুরার ছেলে সমর্পণ ভট্টাচার্য। ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছে হৃদিক শীল অর্থাৎ টুবাই।
রাজ্যের কলাকুশলীদের দ্বারা নির্মিত এই ছবিটি এর আগেও গোয়া ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তথা শিলিগুড়ি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও স্ক্রীনিং করা হয়েছিল বলে জানিয়েছেন ছবিটির পরিচালক তথা লেখক সমর্পণ ভট্টাচার্য।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.