সভার অনুমতি নয়, মুখ্যমন্ত্রীকে চিঠি অনিমেষের!!

 সভার অনুমতি নয়, মুখ্যমন্ত্রীকে চিঠি অনিমেষের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকে যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার তার অনুমতি না দেওয়ার কথা জানিয়ে
মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।চিঠিতে তিনি রাজ্যের বৃহত্তর স্বার্থে এই আন্দোলনের অনুমতি না দেওয়ার অনুরোধ জানান মুখ্যন্ত্ররী ডা. মানিক সাহাকে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে ধর্মান্তরিত আদিবাসীদের (তপশিলি উপজাতি)এসটি সম্প্রদায়ের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার পরিকল্পনা নেয় জনজাতি সুরক্ষা মঞ্চ।একই সাথে আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে-এ দিনে এনিয়ে যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয় তা একেবারে স্বাভাবিকভাবেই রাজ্যের শান্তি সম্প্রীতির ব্যাঘাত ঘটাবে।তিনি জানান, ক্রিসমাস ডে এখন এ রাজ্যের প্রায় সব অংশের জনগণই পালন করেন। এদিক থেকে কোনও ধরণের শান্তি-সম্প্রীতি যাতে বিনষ্ঠ না হয় এজন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিও ইতিমধ্যেই বিরোধিতা করেছে এই আন্দোলনের।বিরোধী দলনেতা এদিক থেকে দেরি না করে সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রীর।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.