ধর্মনগর হরি মন্দিরে দুঃসাহসিক চুরি!!
অনলাইন প্রতিনিধি :-আবারো দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে ধর্মনগরে। এবার শতবর্ষ পুরনো ধর্মনগরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী হরি মন্দিরে চুরি হয়। বুধবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের পুরোহিত দেখতে পান মন্দিরের পাশের দরজা ভাঙা। চোর রাধাকৃষ্ণের মাথার মুকট,স্বর্ণের বাঁশি, প্রনালী বাক্স সহ ঠাকুরের কাজে ব্যবহৃত তামা কাশার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। সেই সঙ্গে চুরি করার আগে মন্দিরের সিসিটিভি ক্যামেরার তারও কেটে দিয়ে গেছে । খবর পেয়েই মন্দিরে উপস্থিত হন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা সহ ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ প্রীতিময় চাকমা। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।