হায়দ্রাবাদের কাছে চার উইকেটে হেরে গেলো ত্রিপুরা!!
অনলাইন প্রতিনিধি :-ব্যাটে বলে চমৎকার অলরাউন্ডার পারফরম্যান্স করেও দলের মুখে হাসি ফোটাতে পারলেন না অন্বেষা দাস।কলকাতার সল্টলেইকস্থিত বাইশ ইয়ার্ডস ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুর্ধ্ব তেইশ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে হায়দ্রাবাদের কাছে টিম ত্রিপুরা চার উইকেটে হেরে যায়।টুর্নামেন্টে সাত খেলার মধ্যে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটিতেই জয় পায় পূজা পাল বাহিনী।তবে আজ কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে অন্বেষা ইনিংসের ওপেন করতে নেমে পনেরো বলে ২২(৫×৪)ও পরে বল হাতে (৪-০-১৬-৩)অনবদ্য বোলিং করে।চেন্নাই আসন্ন সিনিয়র মহিলাদের একদিবসিয় টুর্নামেন্টের আগে দলের জন্য বড় সংবাদই এটি।তবে অধিনায়ক পূজা পাল ও পূজা দাস জুটি পঞ্চম উইকেটের জুটিতে চল্লিশ বলে বাহান্ন রান যোগ করে।যদি এই জুটি পার্টনারশিপে আরও ২০/২৫ রান যোগ হতো তাহলে কিন্তু লড়াইটা আরও জমে উঠত।এদিন টিম ত্রিপুরা প্রথম ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে ১১৩ রান করলে এর জবাবে হায়দ্রাবাদ ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে ম্যাচ জিতে নেয়।এবার টুর্নামেন্টে নিজেদের সপ্তম তথা শেষ ম্যাচে পূজা পালদের প্রতিপক্ষ ওড়িশা। তার আগে এদিন রাজ্য দল প্রথম ব্যাট করতে নামে। অম্বেষা দাস ও পূজা দাস জুটি ইনিংস শুরু করে জুটিতে ছাব্বিশ বলে বাইশ রান উঠে। অন্বেষা ২২(১৫) ৫×৪ আউট হলে প্রিয়া সূত্রধর (শূন্য), অন্তরা দাস ১২(২২) ও ৬১ রানের মাথায় অনামিকা (৭) রানে ফিরে আসে। ৬১/৪ থেকে ক্রিজে জুটি বাঁধে দুই পূজা।পূজা দাস ও পূজা পাল।এদের দায়িত্বশীল ব্যাটিং সৌজন্যে দলীয় স্কোর ৬১/৪ থেকে ১১৩/৪ পৌঁছে। পূজা দাস ৫২ বলে ৩২(৩×৪) ও পূজা পাল ২১ বলে ৩১(৩×৪, ২×৬)করে অপরাজিত থেকে যায়। হায়দ্রাবাদের পক্ষে যশশ্রী (১৭/২) ও ভাঙ্কা (১২/১) ও ইসিথা (২০/১)উইকেট পায়। জয়ের লক্ষ্যে ১২০ বলে ১১৪ রান।তাছাড়া করতে নেমে হায়দ্রাবাদ অন্বেষার স্পিন ভেলকির সামনে ৪৪ রানের মধ্যে হায়দ্রাবাদ চার উইকেট হারিয়ে বসে।হায়দ্রাবাদ তখন রীতিমত চাপেই।কিন্তু অন্বেষা ছাড়া অন্য বোলাররা এই চাপটা ধরে রাখতে পারেনি। প্রণবি চন্দা ২২ (১৭) কিছুটা লড়ে।দলের সংকটে মমতা ৫৫(৫০)৭×৪ ও কাট্টা ২১(২২) মিলে ৪৮ রান যোগ করলে ম্যাচের লাগাম হায়দ্রাবাদে চলে আসে।শেষে মমতা যশশ্রীকে (৪) নিয়ে ১৮.১
ওভারে দলকে জয়ে পৌঁছে দেয়।ত্রিপুরার পক্ষে অন্বেষা দাস (৪-০-১৬- ৩) ছাড়াও মমিতা দেব (২-০-১১-১) ও পূজা দাস (৪-০-২৩-১) উইকেট পায়।