আচমকা পদত্যাগ করলেন কেরালার দুই মন্ত্রী, চমকে গেল সবাই!!
অনলাইন প্রতিনিধি :-আজ রবিবার আচমকা ইস্তফা দিলেন দুই মন্ত্রী। জানা গিয়েছে, কেরালার পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু (Antony Raju) এবং বন্দর মন্ত্রী আহমেদ দেবরকোভিল সহ কেরালার দুই মন্ত্রী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেবি গণেশ কুমার এবং কাদান্নাপল্লি রামচন্দ্রন নতুন মন্ত্রী হিসাবে শপথ নেবেন।আগামী ২৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।