এন আই এ জালে আরও দুই যুবক!!

 এন আই এ জালে আরও দুই যুবক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এন আই এ -র জালে সাব্রুম মহকুমার আরো দুই যুবক। বৃহস্পতিবার গভীর রাতে ফের এন আই এ-এর বিশেষ টিম সাব্রুমে অভিযান চালায়। মহকুমার বৈষ্ণবপুর থেকে কামফ্রু মগ এবং আলিয়ামার এলাকা থেকে সুমন ত্রিপুরা নামে দুই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরা মানব পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ। উল্লেখ্য, গত আট নভেম্বর এন আই এ টিম সাব্রুমে হানা দিয়ে তিন যুবক কে জালে তুলে। এদের বিরুদ্ধে মানব পাচার এবং দেশ বিরোধী কাজের বহু অভিযোগ থাকার ফলে তাদের জালে তুলে এন আই এ। তাৎপর্যপূর্ন ঘটনা হচ্ছে, এনআইএ বার বার রাজ্যে অভিযান চালিয়ে অভিযক্তদের আটক করতে সক্ষম হলেও, রাজ্য পুলিশ এই ব্যাপারে গভীর নিদ্রায়। স্বাভাবিক ভাবেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.