নিরাপত্তার দাবিতে ডেপুটেশন!!
অনলাইন প্রতিনিধি :-উদয়পুর কিল্লার মধ্য রাইয়াবাড়িতে ১৭ টি সংখ্যালঘু পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দীর্ঘদিন ধরে। ২০২৩ সালের মে মাস থেকে তাদের উপর দফায় দফায় আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ। সংখ্যালঘু পরিবার গুলোকে তাদের বাড়ি ঘর ও জমি থেকে বলপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যেই দফায় দফায় এই আক্রমণ সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ।
বাড়ি ঘরে অগ্নিসংযোগ, রাবার বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি করে দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীদের আক্রমনে মহিলা সহ বেশ কজন গ্রামবাসীও আহত হয়। এই পরিস্থিতিতে রাইয়াবাড়ির সংখ্যালঘু পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তার অভাবে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে ৮টি সামাজিক সংগঠনের যৌথ মঞ্চ থেকে রাইয়া বাডির নিরাপত্তাহীন সংখ্যালঘু পরিবার গুলোর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করে।