“হিট এন্ড রান” তীব্র হচ্ছে প্রতিবাদ!!!

 “হিট এন্ড রান” তীব্র হচ্ছে প্রতিবাদ!!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কি এই “হিট এন্ড রান” বিল ?ভারতীয় ন্যায় সংহিতার ১০৪ নম্বর ধারাকেই বলা হচ্ছে ‘হিট অ্যান্ড রান’ আইন। গাফিলতির জন্য মৃত্যু ঘটলে, এই আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এই আইনের ধারায় বলা হয়েছে, গাড়ি চালকের গাফিলতিতে যদি কোনও ব্যক্তির মৃত্যু হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। সেইসঙ্গে জরিমানাও করা যেতে পারে। আর যদি দুর্ঘটনার পর চালক সেখান থেকে পালায় বা পুলিশ কিংবা জেলাশাসককে ঘটনার পরপরই খবর না দেয়, তাহলে শাস্তির পরিমাণ আরও বাড়বে। সেই ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। সারা দেশব্যাপী এই হিট এন্ড রান বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। তারই অঙ্গ হিসাবে বুধবার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে সিটি সেন্টারের সামনে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.