দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যানে এবার টিউলিপ ফুলের গাছ!!
অনলাইন প্রতিনিধি :-গোটা রাজধানী শহর জুড়ে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (ডিডিএ) যে উদ্যান রয়েছে সেখানে এবার অন্যান্য ফুলের পাশাপাশি টিউলিপ ফুলের গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লিউট্যান্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার অফিসের এক আধিকারিক।এই প্রথম রাজধানীর নয়াদিল্লি পুর কাউন্সিলের এলাকার বাইরেও টিউলিপের গাছ রোপণ করা হল।আধিকারিকরা জানিয়েছেন, রাজধানীর ৬৫ টি জায়গায় এই ফুলের গাছ রোপণ করা হবে।এছাড়া পেটুনিয়া, সালভিয়া, সিনেরারিয়া, অ্যান্টিরিহানাম, পপি, ভারবেনা, দিয়ানথাস, হলিহক, ন্যাসটারটিয়াম, কোরিওপসিস, প্যানসি এবং লিয়ানামের মতো শীতকালের বিভিন্ন গাছ রোপণ করা হবে রাজধানীর ৯১ টি জায়গায়।ডিডিএ-র বানসেরা,আসিতা সহ অন্তত ১৮ টি উদ্যানের যে জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে তার আশেপাশে এবং নয়াদিল্লি পুর কাউন্সিলের শান্তি পথ, তালকাটোরা গার্ডেন, উইন্ডসর প্লেস,সেন্ট্রাল পার্ক (কনওয়াট প্লেস),মান্ডি হাউস, আকবর রোড,চাণক্যপুরী, লোধি গার্ডেন এবং নেহেরু উদ্যানে টিউলিপ ফুলের গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ নিবাসেও এই প্রথম ৫০০ টি টিউলিপ বালব রোপণ করা হবে বলে ঠিক হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ আধিকারিক বলেন, ‘এবারের শীতের মরশুমে নয়াদিল্লিতে গতবছরের থেকে দ্বিগুণ টিউলিপ গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতবার ১ লক্ষ ৫০ হাজার গাছ রোপণ করা হয়। এবার লিউট্যান্যান্ট গভর্নরের নির্দেশে তা বাড়িয়ে লক্ষ করা হচ্ছে।এর মধ্যে ১ লক্ষ গাছ রোপণ করা হবে ডিডিএ-র উদ্যানগুলিতে এবং বাকি ২ লক্ষ টিউলিপ নয়াদিল্লি পুর কাউন্সিলের এলাকায় রোপণ করা হবে।”পদাধিকারবলে ডিডিএ-র চেয়ারম্যান পদেও রয়েছেন লিউট্যান্ট গভর্নর। নয়াদিল্লি পুর কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন,নয়াদিল্লি এলাকায় ২ লক্ষ টিউলিপ বালব রোপণ করা হবে, লিউট্যান্যান্ট গভর্নরের নির্দেশ মেনেই কাজ করছে পুর নিগম।