ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত লরি থেকে ঝাঁপ ছয় স্কুল ছাত্রীর!!
অনলাইন প্রতিনিধি :-স্কুল থেকে ফিরছিল ৬ ছাত্রী। তারা সকলেই নাবালিকা। স্কুল থেকে ফেরার জন্য একটি লরিতে উঠেছিল তারা। সেখানেই লরির চালক সহ পাঁচ সহযোগীর যৌন হেনস্থা থেকে বাঁচতে চলন্ত লরি থেকেই ঝাঁপ দেয় ৬ নাবালিকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুজরাটের ছোট্টাওদেপুর জেলায়। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন সে জেলার পুলিশ সুপার। অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।