ফের ভারত সেরা দীপা
অনলাইন প্রতিনিধি :-৮ বছর পর ফের ভারতসেরা জীমন্যাস্ট ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হয়েছে জাতীয় সিনিয়র জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ। বুধবার অনুষ্ঠিত হয় অল রাউন্ড চ্যাম্পিয়ন, তাতে প্রত্যাশিত ভাবেই ত্রিপুরার সোনার মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার ৪৯.৫৫ পয়েন্ট অর্জন করে দেশের সেরা মহিলা জিমনাস্ট হিসাবে সোনা জিতলেন। জপদ এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোনও বয়সেই যে কিছু করা সম্ভব, তাই করে দেখালেন দীপা কর্মকার। সেইসাথে ফের একবার উজ্জ্বল করলেন দেশ এবং রাজ্যের মুখ।