দিল্লির এইমসে বিভীষিকা অগ্নিকান্ড!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ভোরে দিল্লির AIIMS-এর টিচিং ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সুত্রে খবর এইমস ডিরেক্টরের অফিসেও আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। আগুনের দাপটে ছারখাড় হয়েছে আসবাবপত্র ও অফিসের নথিপত্র। আগুন লাগার পর AIIMS-এ হৈচৈ পড়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তবে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে আসতে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। স্বস্তির খবর হলো অগ্নিনির্বাপক বাহিনীর বুদ্ধিমত্তার দরুণ কোনরকম অঘটন ঘটেনি। দিল্লি অগ্নিনির্বাপক সুত্রে জানা গেছে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সূত্রপাত কি? বা কোথা থেকে? তাও জানা যায়নি।