ইন্দোনেশিয়াতে নৌকাডুবি, এখনও নিখোঁজ ২৬
ইন্দোনেশিয়ায় প্রতিকূল আবহাওয়াতে একটি ফেরি নৌকায় জ্বালানী ফুরিয়ে গেলে ৪৩ যাত্রী সহ নৌকাটি নিখোঁজ হয়। এই ঘটনা বৃহস্পতিবারের। ওই নৌকা নিমজ্জিত হয়েছে দেখে, নিকট দিয়ে যেতে থাকা দুইটি নৌকা আবহাওয়ার প্রতিকূলতা সত্বেও এগিয়ে আসে। উদ্ধার হয় ১৭ জন জীবিত। কিন্তু বাকি ২৬ জনের এখনও খোঁজ নেই। সুলাওয়েসি এবং বোর্নিও দ্বীপের মধ্যে মাকাস্সার প্রণালীতে এই দুর্ঘটনা।
চল্লিশ জনের একটি উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে নিখোঁজদের হদিস পেতে।
সতেরো শতাধিক দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়াতে নৌ দুর্ঘটনা স্বাভাবিক। জলপথে জীবনের নিরাপত্তার মান শক্তিশালী নয়।