মাঝ আকাশে উড়ে গেল বিমানের দরজা,!!
অনলাইন প্রতিনিধি :-মাঝ আকাশে ছিটকে বেরিয়ে গেল বিমানের দরজা। প্রাণ হাতে করে মাটি ছুঁলেন যাত্রীরা। আলাস্কা এয়ারলাইন্সের বিমানে চেপে যাত্রার সময় ঘটল এমন ঘটনা। ছিটকে বেরিয়ে যাওয়া দরজা দিয়ে তখন দেখা যাচ্চিল রাতের আকাশের তারা।
এয়ারলাইন্সের বোয়িং 737-9 MAX বিমানটি ১৭১ জন যাত্রী নিয়ে পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাওয়ার সময় ঘটে সন্ধ্যেবেলায় ঘটে এই বিপদ। বিমানবন্দর থেকে উড়ানের কিছু ক্ষণ পরই মাঝ আকাশএ ছিটকে বেরিয়ে যায় বিমানটির দরজা। তড়িঘড়ি বিমান ঘুরিয়ে পোর্টল্যান্ড বিমানবন্দরে এনে অবতরণ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।