রাণীরবাজারে এক দিনের রাজ্যভিত্তিক আসর!!
অনলাইন প্রতিনিধি :-২২তম রাজ্যভিত্তিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের একদিনের আসর বসছে আগরতলার রাণীরবাজারে।আগামীকাল (রবিবার) রাণীরবাজার বিদ্যামন্দির মাঠে হচ্ছে এই আসর।সকাল ১০টায় তা শুরু হবে।উদ্বোধন করবেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী টিঙ্ক রায়।এছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা, রাণীরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস,ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস ও রাণীরবাজার প্লে অ্যাণ্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশনের সভাপতি রতন দেবনাথ।রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও রাণীজবাজার প্লে অ্যাণ্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই আসরের আয়োজন করছে।৩০ থেকে শুরু করে ৭০ বছর বয়স গ্রুপের মাস্টার্স অ্যাথলেটস পুরুষ ও মহিলারা তাতে অংশগ্রহণ করবেন। ৭০টি ইভেন্টে কম্পিটিশন হবে। উদ্যোক্তারা আশা করছেন একশোর মতো মাস্টার্স অ্যাথলিটস্ প্রতিযোগিতায় অংশ নেবে। একদিনের এই কম্পিটিশন শেষে বিকেলে হবে এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।জানা গেছে এই রাজ্য আসরের মধ্য দিয়ে আসন্ন জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল গঠন করা হবে। আগামী ১৩- ১৭ ফেব্রুয়ারী মহারাষ্ট্রের পুনেতে হচ্ছে জাতীয় আসর।রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব আশীষ পাল জানান জাতীয় আসরে একটা ভালো টিম যাতে পাঠানো সম্ভব হয় সেই চেষ্টা করা হবে।কারণ জাতীয় আসরে ভালো রেজাল্ট করা গেলে পরবর্তী সময় আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে রাজ্যের মাস্টার্স অ্যাথলিটরা।