প্রচার শুরু বিজেপি’র!!
অনলাইন প্রতিনিধি :-ঢাকে কাঠি পড়ে গেল লোকসভা নির্বাচনের। যতই প্রচারে আধুনিকতা আসুক, তবু দেওয়াল লিখনের রেওয়াজ এখনো রয়ে গেছে। নির্বাচনের অনেক আগে থেকেই গ্রাম ও শহরের দেয়াল গুলি বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের জন্য দখল করে রাখত।
এখন যদিও এই প্রতিযোগিতা অনেকটাই কম। তবুও দেওয়ালে রাজনৈতিক দলের হয়ে ভোট চাওয়ার রেওয়াজ রয়ে গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে দেয়াল লিখন এর কাজ শুরু করে দিল বিজেপি। এদিন সকালে বনমালীপুর বিজেপি মন্ডল অফিসের সামনে এই দেওয়াল লিখনের সূচনা করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নয় বনমালীপুর বিজেপি মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব সহ অন্যান্য কর্মীরা।