জয় পেলো এগিয়ে চলো, জিবি প্রগতি ও ক্রিকেট অনুরাগী!!
অনলাইন প্রতিনিধি :-দুদিনের বিরতির পর আজ থেকে আবার শুরু হলো টিসিএর সদর অনূর্ধ্ব পনেরো ক্রিকেট টুর্নামেন্ট।মঙ্গলবার চার মাঠের চারটি খেলায় জয়লাভ করে এগিয়ে চলো সংঘ।তারা জুটমিলকে ১৮০ রানে বিধ্বস্ত করে।সুপারের পথ মজবুত করে।অন্য ম্যাচে ক্রিকেট অনুরাগী দশমীঘাটকে ১৫৪ রানে পরাজিত করে।প্রগতি প্লে সেন্টার সাত উইকেটে হারিয়ে দেয় এনএসআরসিসিকে। অন্যদিকে,জিবি প্লে সেন্টার ১২২ রানে হারিয়ে দেয় মৌচাক কোচিং সেন্টারকে। রাণীরবাজার মাঠে এগিয়ে চলো সংঘ ৩২ ওভারে ২১১ রান তুলে।দলের পক্ষে অর্পণ ভট্টাচার্য ৫৩ বলে ৮১ ও মাহিন চৌধুরী ৪০ (৪১) ও রাজা রায় ৩০ (৪২) রান করে।জবাবে জুটমিলের লড়াই ১৫.৩ ওভারে মাত্র ৩১ রানেই লুটিয়ে পড়ে।নীল দেববর্মা (৫-৩-২-৩),অর্পণ ভট্টাচার্য (৩-১-৮-৩) ও চন্দ্রাশান্ত গোস্বামী (০.৩-০-০-২) দুর্দান্ত বোলিং করে।নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী প্রথম ব্যাটিং করে ৪৩ ওভারে ৯ উইকেটে ২১১ রান তুলে। শাহিন জামান চৌধুরী (৩১), দিগ্বিজয় দেববর্মা (৩০), আয়ুষ্মান সেন (৩০) রান করে।বোলিংয়ে আর্সাদ খান (৯-০-২১-২) সাফল্য পায়। জবাবে দশমীঘাট ২২.৫ ওভারে মাত্র ৫৭ রানই তুলতে পারে।ভালো রান কারোর ছিল না।বোলিংয়ে আয়ুষ্মান সেন (৮.৫-৫-২৫-৭),সায়ন ধানুক (৪-২-৮-২) দর্শনীয় বোলিং করে।এদিকে,নিপকো মাঠে এনএসআরসিসি ৩০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান তুলে।অর্কজিৎ চক্রবর্তী ৩৬ (৬০) রান করে।তন্ময় সরকার (৬-২-৯- ১),অনিকেশ বিশ্বাস (৬-০-২০-১), মার্হিনব লস্কর (৪-০-১৬-১) ভালো বোলিং করে।জবাবে প্রগতি প্লে সেন্টার ২৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান তুলে সাত উইকেটের জয় তুলে নেয়।প্রগতিও সুপারের পথে।অংশুমান নন্দী (৩৯), যশ দেববর্মা (৩৫) ভালো ব্যাটিং করে।ড.বিআর আম্বেদকর স্কুল মাঠে জিবি প্লে সেন্টার প্রথম ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে।দলের পক্ষে উজ্জয়ন বর্মণ ৪০ (৩৬), উদয়ন পাল ২৯ (২৭), ছুটন মিঞা (২৬) ভালো ব্যাটিং করে। মৌচাকের পক্ষে তন্ময় ভৌমিক (৪-০-১১-২) সাফল্য পায়। জবাবে মৌচাক ১৮.১ ওভার খেলে মাত্র ৪৫ রানই তুলতে পারে।ময়াঙ্ক মাভি (৬-০-১৫-৪) চমৎকার বোলিং করে।আগামীকালও চারটি ম্যাচ হবে।