রামলালার প্রাণপ্রতিষ্ঠা দিবসে ‘হাফ ডে’ ছুটি ঘোষণা করল কেন্দ্র!!
অনলাইন প্রতিনিধি :-২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। তার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এদিন প্রায় ৭টি রাজ্য এই দিনটিকে শুষ্ক দিবস হিসেবে ঘোষণা করেছে। অনেক রাজ্যে এদিন স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এরই মধ্যে আজ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে ২২ জানুয়ারি দুপুর ২:৩০ টা পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।