ককবরক ভাষা দিবসে র্যালি!!

অনলাইন প্রতিনিধি :-১৯ জানুয়ারি ককবরক ভাষা দিবস। এই দিনটিকে রাজ্যে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবছর তার ৪৬ তম বর্ষ। এ উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এতে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ, তাদের চিরাচরিত পোশাক পরে শামিল হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশ নেয়।