প্রতি ১৫ বছরে ইভিএম পাল্টাতে হবে, একসাথে ভোট হলে!!
অনলাইন প্রতিনিধি :-যদি দেশে একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেশে প্রতি ১৫ বছর পরপর নয়া ইভিএম প্রয়োজন হবে।সরকারের কাছে নির্বাচন কমিশন এরকম তথ্যই জানিয়েছে।একটি ইভিএমের আয়ু হচ্ছে ১৫ বছর এবং একটি ইভিএম তিনটি নির্বাচন করাতে পারে তার আয়ুষ্কালে যদি একসাথে ভোট হয় দেশে।উল্লেখ্য, চলতি বছর দেশে যে লোকসভা নির্বাচন হবে তাতে ১১.৮০ লক্ষ পোলিং স্টেশনের প্রয়োজন হবে।যদি একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তাহলে ২ সেট ইভিএম প্রয়োজন পড়বে।নির্বাচন কমিশনের তরফে সরকারের কাছে জমা দেওয়া এক রিপোর্টে জানানো হয়েছে,কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভি প্যাট মেশিনের প্রয়োজন পড়বে রিজার্ভ রাখার জন্যও।যদি কোনও মেশিন বিকল হয়ে পড়ে তা পাল্টানো হয় প্রয়োজনে।