যথাযোগ্য মর্যাদায় উদযাপিত ৭৫ তম প্রজাতন্ত্র দিবস
অনলাইন প্রতিনিধি: গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও এদিন রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এরপর রাজ্যপালকে অভিবাদন জানান প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলি।এরপর খোলা গাড়িতে মাঠ পরিদর্শন করেন রাজ্যপাল।
এদিনের কুচকাওয়াজে অংশগ্রহণ করে মোট ১৬ টি প্লাটুন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে টিএসআর উইমেন প্লাটুন, দ্বিতীয় স্থান অধিকার করে আসাম রাইফেলস প্লাটুন, তৃতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস ১৪ নম্বর ব্যাটেলিয়ন প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন, তৃতীয় স্থান পেয়েছে এনসিসি সিনিয়র ডিভিসন গার্লস প্লাটুন।
পাশাপাশি ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যেসকল পুলিশ আধিকারিক ও কর্মীরা রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয় এদিন। ২০২৪ সালের স্বাধীনতা দিবসে তাঁদের প্রত্যেককে বিভিন্ন পদকে অলংকৃত করা হবে।
এছাড়াও এদিন ২০২২-২৩ সালে বেস্ট ফরেস্ট রেঞ্জ, দ্বিতীয় বেস্ট ফরেস্ট রেঞ্জ ও তৃতীয় বেস্ট ফরেস্ট রেঞ্জকে পুরস্কৃত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই রাজ্যপাল রাজ্যবাসী ও সশস্ত্র বাহিনীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। এরপর তিনি বলেন, ত্রিপুরার ৭০% মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষির ওপর নির্ভরশীল। তাই রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষির উন্নয়নের ওপর জোড় দিয়ে কাজ করছে। এছাড়াও রাজ্যের পর্যটনকেও উন্নত করার জন্য তৎপরতার সহিত কাজ করে চলেছে সরকার। পাশাপাশি এদিন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে। এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বাংলা ভাষায়ও বক্তব্য রাখেন রাজ্যপাল।
এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা, মুখ্যসচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ এবং রাজ্য পুলিশের আধিকারিকগণ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তর, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর ও অন্যান্য দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।