রাজ্যে ফের অশান্তি তৈরির প্রয়াস!!

 রাজ্যে ফের অশান্তি তৈরির প্রয়াস!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাস্তায় রীতিমতো বিতর্কিত এবং হুমকি শ্লোগান লিখে এলাকায় বসবাসকারী বাঙালীদের একপ্রকার বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় ১৪ টি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপ্ত সরকারি ঘর ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিরা। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন কলই পাড়া এলাকায়। ঘটনার জেড়ে শনিবার সকাল থেকে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভে সামিল হয়েছে এলাকার সমস্ত মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।ছুটে যায় প্রশাসনের আধিকারিকরাও।দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ চলে। এলাকাবাসীর দাবি, ২৪ ঘন্টার মধ্যেই এলাকায় স্হায়ী নিরাপত্তা ক্যাম্প বসাতে হবে। দীর্ঘ সময় জনতার বিক্ষোভে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এলাকার পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠে।শেষে এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যানমন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন আজকের মধ্যেই ওই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানো হবে। মন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে দুপুর নাগাদ এলাকাবাসী বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। তবে এই ঘটনার পিছনে যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, তা সহজেই অনুমেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.