বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন!!
অনলাইন প্রতিনিধি :-৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এ দিবসকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মূলত ক্যান্সার প্রতিরোধে সচেতনতার উপরই বিশেষ জোর দেওয়া হয়। এই দিবসকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যও একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিন মূল অনুষ্ঠানটি হয় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে।এবছর ক্যান্সার দিবসের স্লোগান হচ্ছে ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’।২০২২, ২০২৩ এবং ২০২৪- এই তিন বছরের জন্য ক্যান্সার সচেতনতা প্রসারে এই ভাবনাকেই বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বিশেষজ্ঞরা জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ার শুরুর দিকেই যাতে এই রোগটিকে শনাক্ত করা যায়, তার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। তাই সচেতনতা বৃদ্ধি করতেই এই দিনটিকে পালন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা।