ডাবল ইঞ্জিনে দেড় বছরেও বের হলোনা রেজাল্ট!!
অনলাইন প্রতিনিধি :-২০২২ সালের জানুয়ারি মাসে ফায়ারম্যান ৩০৪ টি এবং ড্রাইভার ২৫ টি মোট ৩২৯ টি পদে নিয়োগের জন্য শারীরিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা লিখিত পরীক্ষা দিয়েছিলো। কিন্তু আজ দেড় বছর হয়ে গেছে, আজ পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি ডাবল ইঞ্জিনের সরকার। চাকরি প্রার্থীরা বেশ কয়েক বার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে। কিন্তু আজ পর্যন্ত কোনও জবাব পায়নি। রবিবার পুনরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে একত্রিত হয়েছিল চাকরি প্রার্থীরা। কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ায় আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি চাকরি প্রার্থীরা।