স্মার্ট সিটিতে চরম দুর্ভোগে জনগন!!

 স্মার্ট সিটিতে চরম দুর্ভোগে জনগন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-যতই আগরতলা শহর “স্মার্ট সিটিতে” রূপান্তরিত হোক না কেন, নাগরিকদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়তই।এরকমই এক চরম সমস্যা দেখা গেলো রাজধানী আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায়।বিগত কয়েক বছর ধরে পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় পার্কিং জোন সহ মাল্টিপ্লেক্স বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে।ফলে মোটরস্ট্যান্ড এলাকায় যে শৌচালয়টি ছিল সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।ফলে অত্র এলাকায় কোন ধরনের শৌচালয়ের ব্যবস্থা না থাকায় যাত্রী সাধারণ থেকে শুরু স্হানীয় ব্যবসায়ী,গাড়ির চালক সকলকে চরম দুর্ভোগ ও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে মহিলাদের দুর্ভোগ চরমে।শৌচালয় না থাকার কারনে উন্মুক্ত জায়গায় শৌচকামের ফলে ছড়াচ্ছে দূষণ।কবে নাগাদ শেষ হবে এই নির্মাণ কাজ? তার কোনও নিশ্চয়তা নেই। ইতিমধ্যে কয়েক বছর চলে গেছে,এখনো পাঁচ শতাংশ কাজও হয়নি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.