জাতীয় সড়ক সুরক্ষা মাস!!
অনলাইন প্রতিনিধি :-গত ১৫ই জানুয়ারি থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস। চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। নানা কর্মসূচির মাধ্যমে এক মাস ব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এই সড়ক সুরক্ষা মাসের মধ্যেই রাজ্যে পাল্লা দিয়ে চলছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় সড়ক সুরক্ষা মাসে রবিবার যুব মোর্চার উদ্যোগে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় পথ চলতি জনগণ যারা আইন মেনে যানবাহন চালাচ্ছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।