গ্রাম চলো আজ মাঠে পদ্মশিবির!!
অনলাইন প্রতিনিধি :-গ্রাম চলো অভিযানকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক তৎপরতা শুরু করতে চলেছে পদ্ম শিবির।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা,রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে শাসক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে মাঠে নামতে চলেছেন বুধবার থেকে। সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে তিন ধাপে চলবে এই তৎপরতা।
মঙ্গলবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানান,দেশের ৭ লক্ষ গ্রামে এই অভিযান শুরু হচ্ছে।রাজ্যে গ্রামের পাশাপাশি শহরেও এই কর্মসূচি চলবে।৩৩৪৯ টি বুথেই একযোগে চলবে এই অভিযান।এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির নিবাসী প্রবাস শুরু হচ্ছে বুধবার। চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত। রাজ্যের ৩৩৪৯ টি বুথে যাবে দলীয় নেতৃত্ব।সেখানে ভোটার তালিকা পরিদর্শন,বুথ সভাপতিদের সঙ্গে আলোচনা,বুথভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি বৈঠক, নতুন ভোটারদের সাথে সংযোগ স্থাপন,বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠক, দলের পুরনো কার্যকর্তা এবং বিরোধী দলীয় কর্মীদের সাথেও সংযোগ স্থাপন করবেন।বিজেপি নেতৃত্ব ২৪ ঘন্টা সংশ্লিষ্ট বুথে প্রবাস করবেন।শ্রীরক্ষিত জানান, মুখ্যমন্ত্রী যাবেন সুরমা কেন্দ্রের কোনও একটি বুথে। সেখানে তিনি নিবাসী প্রবাস করবেন।একইভাবে দলের প্রত্যেক নেতৃত্বরাই কোনও না কোনও বুথে যাবেন। মঙ্গলবার রাজ্যব্যাপী এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি বলে জানান তিনি।গাঁও চলো অভিযানকে কেন্দ্র করে শুধু গ্রামেই নয়,গ্রাম ও শহর সর্বত্র প্রতিটি বুথে গিয়ে -সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেবেন দলীয় নেতৃত্ব।সপ্তাহখানেক – পর গোটা বিষয়ের পর্যালোচনা হবে বলেও এদিন জানানো হয়।এদিকে, বিজেপি – প্রদেশ কার্যালয়ে পৃষ্ঠা প্রমুখদের রাজ্যভিত্তিক সম্মেলন হয়েছে।সম্মেলনে উপস্থিত – ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক,পাপিয়া দত্ত,রাজ্য -বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়সহ অন্যরা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এ দিনের বৈঠকের আয়োজন করা হয়। ভোটের মুখে পৃষ্ঠা প্রমুখদের উজ্জীবিত করার লক্ষ্যেই শলা পরামর্শ হয়েছে এদিন।পৃষ্ঠা প্রমুখদের কার্যকারিতার উপরই ভরসা রাখে পদ্ম শিবির।২০১৮ সালের নির্বাচনের আগে থেকেই পৃষ্ঠা প্রমুখদের গুরুত্ব দিয়ে কাজ করছে শাসক শিবির।