ভারত-মায়ানমারের মধ্যে আর অবাধ যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত শাহের!!
অনলাইন প্রতিনিধি :-আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত ও মায়ানমারের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এবার থেকে বিনা অনুমতিতে দুই দেশের মধ্যে যাতায়াত করা যাবে না। টুইটারে এই ঘোষণার কথা জানিয়ে অমিত শাহ লিখেছেন, দেশের সীমান্তকে আরও বেশি সুরক্ষিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ফ্রি মুভমেন্ট রেজিম’ অনুযায়ী এতদিন পর্যন্ত দুই দেশের নাগরিকেরাই অপর দেশের সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারতেন কোনও অনুমোদন ছাড়াই। কিন্তু মায়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর সিদ্ধান্ত বদলাল কেন্দ্রীয় সরকার২০২১ সালের পর থেকেই পরিস্থিতি বদলে গিয়েছে মায়ানমারের। ওই বছরেই মায়ানমারে সামরিক অভ্যুত্থান হয় ও দেশের প্রধান আন সু-কিকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের শেষের দিক থেকে বিক্ষোভ চরম আকার নেয়। গত বছরের অক্টোবর মাস থেকেই মায়ানমারের রাখিনে সহ একাধিক জায়গায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর প্রবল সংঘর্ষ শুরু হয়েছে। ক্রমে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে রাখিনে ছাড়ার কথা বলা হয়েছে ভারতীয়দের।