নতুন সাজে উদয়পুর জগন্নাথ দিঘি!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন বিকাশ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে আধুনিক পার্ক। এই প্রকল্প বাস্তবায়নে তিন ধাপে এখন পর্যন্ত খরচ করা হয়েছে ১৬ কোটি টাকা। প্রথম বিজেপি সরকারের সময়ে এই কাজ শুরু করা হয়েছিল। খুব শীগ্রই সেই পার্কের উদ্বোধন করা হবে। শুক্রবার রাজ্যের বর্তমান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন পর্যটন মন্ত্রী বর্তমান অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে সাথে নিয়ে পার্ক পরিদর্শন করেন। উদ্বোধন নিয়ে প্রস্তুতি বৈঠক করেন।