পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি!!

 পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২৫ সেপ্টেম্বর ১৯১৬ সালে জন্মগ্রহণ করেছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অগ্রদূত, এবং ভারতীয় জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব। ১১ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে উত্তরপ্রদেশের মুঘলসরাই জংশন রেলওয়ে স্টেশনের কাছে তাঁর মরদেহ পাওয়া যায়। তবে তাঁর মৃত্যুর পেছনের রহস্য আজও উন্মোচন হয় নি।

আজ অর্থাৎ রবিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সারা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। ওনার মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিজেপি সদর দপ্তরে। সেখানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন বিভিন্ন মন্ডলেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের ইতিহাস স্মৃতিচারণা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.