প্রেসক্লাব ও মেধা অন্বেষার সামাজিক উদ্যোগ!!
অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বই বিতরণ করা হয়। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈলাসহর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে মহকুমার ২৭ টি স্কুলের প্রায় তিনশ ছাত্রছাত্রী উপস্থিত ছিলো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন