শান্তিকালী আশ্রমে বাৎসরিক উৎসব!

 শান্তিকালী আশ্রমে বাৎসরিক উৎসব!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার ভোর রাত থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অমরপুরের সরবংস্থিত শান্তিকালী আশ্রমে চারদিন ব্যাপী বাৎসরিক উৎসবের শুভারম্ব হয়েছে। ১৭ ফেব্রুয়ারী মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। বাৎসরিক উৎসবের দিন গুলিতে শান্তিকালী আশ্রমের মহারাজ তথা পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা চারদিন ব্যাপী গ্রহপূজা,বিশ্ব শান্তি যজ্ঞ, হরিনাম সংকীর্তন পরিবেশন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। শান্তিকালী আশ্রমের বাৎসরিক উৎসব উপলক্ষ্য ইতিমধ্যেই রাজ্যের ও বহিরাজ্যের ভক্ত মন্ডলি এবং দর্শনার্থীরা ভীর জমিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের জনপ্রতিনিধিরা এবং ভিআইপিরাও শান্তিকালী আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত হয়েছেন। বুধবার বিধায়ক রঞ্জিত দাস,সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক অভিষেক দেবরায়,বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বরা শান্তিকালী আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি যজ্ঞে,গ্রহ পুজোয় অংশগ্রহণ করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। স্থানীয় দর্শনার্থীরাও ব্যাপক সংখ্যায় শান্তিকালী আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত হয়েছেন। রাজ্যের ও বহিরাজ্যের সকল অংশের ধর্মপ্রাণ নাগরিকদের আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শান্তিকালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা এবং   আশ্রমের প্রধান পূজারী গয়াচরন জমাতিয়া।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.