দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!
এবার রেশনে দুগ্ধজাত সামগ্রী!!

অনলাইন প্রতিনিধি:-এবার রেশনশপের মাধ্যমে রাজ্যবাসীকে গোমতী ডেয়ারির উৎপাদিত গুনমান সম্পন্ন ঘি,দই,আইসক্রিম এবং পনির সরবরাহ করা হবে। আপাতত পশ্চিম জেলার অন্তর্গত ১৫ টি রেশন শপে পাইলট প্রজেক্ট হিসাবে এই পরিষেবা শুরু করা হচ্ছে। শুক্রবার আগরতলার প্রগতি বিদ্যাভবনের কাছে ৬১ নং রেশন শপে গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের পণ্য ডিসপ্লে করে বিক্রি প্রক্রিয়ার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও মেয়র দীপক মজুমদার। এখন থেকে রেশনের মাধ্যমে সহায়ক মূল্যে ক্রেতারা গোমতী ডেয়ারির বিভিন্ন উৎপাদিত সামাগ্রী ক্রয় করতে পারবে। ইতিপূর্বে রেশনের মাধ্যমে ভোজ্য তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হল দুদ্ধজাত সামগ্রী বিক্রি প্রক্রিয়া।