দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!
রাষ্ট্রীয় বৈঠকে নাড্ডার বক্তব্যে ত্রিপুরার প্রসঙ্গ!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে শাসকদলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্যে স্থান পেলো ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ।এদিন নয়াদিল্লীর বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রীনাড্ডা বলেন, ‘কেউ হয়তো কখনও ভাবেনি ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু শুধু সরকার গঠনই নয়, দ্বিতীয়বারও বাম ও কংগ্রেস দল জোট করেও এই সরকারের ভিত নাড়াতে পারেনি’ এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেছেন,বিজেপি সর্বভারতীয় সভাপতির বক্তব্যে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতি দৃঢ় প্রত্যয়ের কথা উঠে আসে।তিনি আরও বলেছেন, তার দৃঢ় বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে একইভাবে জনবর্জিত আইএনডিআই জোটকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে রাজ্যের জনগণ।বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেবেন।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপি সর্বভারতীয় সভাপতি ত্রিপুরার কার্যকর্তাদের পরিশ্রমকে স্মরণ করার জন্য তাকে ধন্যবাদ জানান।তিনি বলেছেন,এই বক্তব্য আগামীদিনে রাজ্যের কার্যকর্তাদের আরও উৎসাহিত করবে।দিল্লীতে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ১৫০ জনের অধিক শাসক দলীয় পদাধিকারী অংশগ্রহণ করেন।শনিবার নয়াদিল্লীর প্রগতি ময়দানে বিজেপির ন্যাশনাল কাউন্সিল মিটিং শুরু হয়েছে।রবিবার বিজেপির দুইদিনব্যাপী শীর্ষ বৈঠক শেষ হবে।